Thursday, April 15, 2010

শুভ নববর্ষ


এই নতুন বছরে আসুন আমরা আমাদের বাংলা কে প্রযুক্তির শীর্ষে নিয়ে যেতে প্রতিশ্রুতি বদ্ধ হই । যেখানে বিশ্বের প্রায় প্রতিটি দেশ তারা তাদের মাতৃভাষায় সব কাজ করে থাকেন যাতে সব শ্রেনীর মানুষের কাছে সমান ভাবে পৌঁছে যাওয়া যায় । সমগ্র বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা পঞ্চম হলেও প্রযুক্তি তে বাংলা কে শক্তিশালী দূরবীন দিয়েও দেখা যায় না । দেরী হলেও সময় আছে । আমাদের প্রজন্ম কে এই ব্যাপারে এখন ই পদক্ষেপ নেওয়া দরকার । তাই আসুন আমরা সবাই মিলে বাংলা ও বাংলার গৌরব কে বিশ্বের দরবারে পৌঁছে দিই।

সঞ্জীব চ্যাটার্জ্জী (সঞ্জু)
সিনিয়র ম্যানেজার
ম্যট-থ্রি-ইমপেক্স প্রাইভেট লিমিটেড
সি এফ ৩১৮ সেক্টর - ১
কলকাতা - ৭০০০৬৪
দূরাভাষ : (+৯১)(০৩৩) ২৩৩৪-২৪৫৫

Wednesday, April 7, 2010

সমস্ত বাংলা সংবাদ পত্র কে একটি খোলা চিঠি

মান্যবরেষু ,
প্রযুক্তির জগতে বাংলা ভাষার জন্য ম্যাট-থ্রি ইমপেক্স আপনাদের নিকট বন্ধু ।
ভাষা-প্রযুক্তি গবেষণা পরিষদ (পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক সাহায্যে ও আনুকুল্যে গঠিত একটি স্বনিয়ন্ত্রিত গবেষণা কেন্দ্র ) ও আই-আই-টি খড়গপুর এর সহয়তায় ম্যাট থ্রি ইমপেক্স ডেভেলপ করেছে বৈশাখী লিনাক্স (উবুন্ত ৯.০৪ এর উপর ভিত্তি করে একটি দ্বিভাষিক অপারেটিং সিস্টেম ,লিঙ্ক :-
http://www.nltr.org/SNLTR/index.php?option=com_content&task=view&id=46&Itemid=118 )।
এছাড়া , বেঙ্গল ইঞ্জিনিয়ারিং-সায়েন্স ইউনিভার্সিটি ,আই-আই-টি খড়গপুর এর সহয়তায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সমগ্র (লিঙ্ক :-
http://rabindra-rachanabali.nltr.org )ওয়েবে প্রকাশ করেছে , যা সমগ্র বাঙালীর কাছে এক আনন্দের খবর ।

আপনাদের সংবাদ-পত্রের মাধ্যমে আপনারা দেশ ও দশের বার্তা পৌঁছে দেন । বিশ্বের সর্বোত্তম শিক্ষিত সমাজ থেকে সদ্য লিখতে পড়তে পারা সব মানুষই আপনাদের পাঠক । আর তাই সকলের কাছে সমানভাবে পৌঁছে যাওয়ার জন্য আপনাদের অনলাইন প্রকাশনাকে সাধুবাদ জানাই ।আজকের দিনে সরকারি ও বেসরকারী উদ্দ্যোগে প্রায় সকল শ্রেণীর মানুষের কাছে প্রযুক্তি পৌঁছে গেছে ।তাই গ্রাম-গ্রামাঞ্চলেও এখন 'ইন্টারনেট'-এর প্রয়োগ বাড়ছে ।

পশ্চিম বঙ্গের প্রায় সমস্ত সংবাদ পত্র অনলাইনে 'বাংলা' পড়ার ক্ষেত্রে সাধারন মানুষের অসুবিধা আছে ।যে কোন অপরেটিং সিস্টেমে ,যে কোন ব্রাউজারে বাংলা যাতে পড়তে পারে ও বাংলা ফন্ট তাদের সিস্টেমে ইন্সটল থাক বা না থাক ,সবাই যাতে সহজভাবে বাংলা পড়তে পারে তার একটি সুব্যাবস্থা প্রয়োজন । এই প্রসঙ্গে বাংলা-দেশের প্রায় সমস্ত বাংলা পত্রিকা এই প্রযুক্তি গ্রহন করছেন । তাই কেউ হয়ত সমগ্র সাইটটিকে ছবিতে পরিবর্তিত করে আপলোড করেছেন । যার ফলে সবাই বাংলা দেখতে পেলেও এর অনেক গুলি সমস্যা থেকে যায় - প্রথমত, ছবি ডাউনলোড হতে অনেক সময় লাগবে ও সাইটটিকে অনেক স্লো করবে । দ্বিতীয়ত, যেকোনো লেখায় পরিবর্তন বা সংযোজন বা অপসারন করতে গোটা ছবিরই এডিটিং প্রয়োজন । তৃতীয়ত, কোনো শব্দ বা লাইন ধরে অনুসন্ধান করা সম্ভব নয় । এছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে এবং এটা প্রযুক্তি গত ভাবেও অনেক পেছনে ।

আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আমাদেরকে আপনাদের সাইটটিকে সবার কাছে সমানভাবে পাঠযোগ্য করার জন্য একটা সুযোগ দিন যাতে প্রযুক্তিগত ভাবে আমরা সাইটটির পরিবর্তন করতে পারি ।
আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।


সঞ্জীব চ্যাটার্জ্জী (সঞ্জু)
সিনিয়র ম্যানেজার
ম্যট-থ্রি-ইমপেক্স প্রাইভেট লিমিটেড
সি এফ ৩১৮ সেক্টর - ১
কলকাতা - ৭০০০৬৪
দূরাভাষ : (+৯১)(০৩৩) ২৩৩৪-২৪৫৫

Monday, March 22, 2010

রবীন্দ্র রচনাবলী



রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সমগ্র ওয়েবে প্রকাশিত হয়েছে । দেখবার জন্য লিঙ্ক টিতে ক্লিক করুন -
প্রযুক্তি গত ভাবে সাইট টি ডেভেলপ করেছে ম্যাট থ্রি ইমপেক্স । মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী , শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য গত ২রা ফেব্রুয়ারী ২০১০ তারিখে সাইট টিকে উদ্ধ্ববোধন করেন । পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ প্রতিষ্ঠিত ভাষা প্রযুক্তি ও গবেষণা পরিষদ এর আর্থিক অনুকুল্যে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং-সায়েন্স ইউনিভার্সিটি (BESU)এর তত্ত্বাবধানে এবং আই-আই-টি খড়গপুরএর সহায়তায় সাইট টি নির্মিত হয়েছে ।


সঞ্জীব চ্যাটার্জ্জী (সঞ্জু)
সিনিয়র ম্যানেজার
ম্যট-থ্রি-ইমপেক্স প্রাইভেট লিমিটেড
সি এফ ৩১৮ সেক্টর - ১
কলকাতা - ৭০০০৬৪
দূরাভাষ : (+৯১)(০৩৩) ২৩৩৪-২৪৫৫

পেপার কাটিং

পেপার কাটিং





IT Minister and Chief Minister at Mohakoron, Feb 2nd'2010


প্রকল্প রূপায়ণে






সঞ্জীব চ্যাটার্জ্জী (সঞ্জু)
সিনিয়র ম্যানেজার
ম্যট-থ্রি-ইমপেক্স প্রাইভেট লিমিটেড
সি এফ ৩১৮ সেক্টর - ১
কলকাতা - ৭০০০৬৪
দূরাভাষ : (+৯১)(০৩৩) ২৩৩৪-২৪৫৫

Wednesday, February 10, 2010

প্রযুক্তি যখন পেশা আর বাংলা যখন নেশা

প্রযুক্তির জগতে বাংলা ভাষার জন্য ম্যাট থ্রি ইমপেক্স আপনাদের নিকট বন্ধু । কবির খাতায় , গৃহিনির রান্নাঘরে , কৈশরের স্কুলের লুকোনো ছেঁড়া পাতায় ,উত্তাল জোয়াড়ে বা বিরহের অন্ধকারে বাংলা ছাড়া কি ভাবা যায় !!

কেমন হবে যদি আপনার পেশায় , আপনার ব্যবসায় , আপনার গবেষনায় যদি আপনার সেই মাতৃভাষার পরশ থাকে ? একটা ছোট্ট পরিসংখ্যান দিই,২৩০ মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলেন ও সংখ্যার বিচারে গোটা বিশ্বে পঞ্চম বা ষষ্ঠ। আপানার ক্রেতাকে কে আকর্ষন করতে ও তাদের প্রয়োজন কে গুরুত্ব দিতে বাংলা কে নিয়ে আসুন ।

ভাষা-প্রযুক্তি গবেষণা পরিষদ (পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক সাহায্যে ও আনুকুল্যে গঠিত একটি স্বনিয়ন্ত্রিত গবেষণা কেন্দ্র ) ও আই-আই-টি খড়গপুর এর সহয়তায় ম্যাট থ্রি ইমপেক্স ডেভেলপ করেছে বৈশাখী লিনাক্স (উবুন্ত ৯.০৪ এর উপর ভিত্তি করে একটি দ্বিভাষিক অপারেটিং সিস্টেম )। এছাড়া , বেঙ্গল ইঞ্জিনিয়ারিং-সায়েন্স ইউনিভার্সিটি ,আই-আই-টি খড়গপুর এর সহয়তায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সমগ্র ওয়েবে প্রকাশ করেছে , যা সমগ্র বাঙালীর কাছে এক আনন্দের খবর ।

শুধু তাই নয় , বাংলায় CRM,ইকমার্স ও নানা ওপেনসোর্স প্রোডাক্ট এ সাপোর্ট দিয়ে থাকে । বাংলার সাথে সাথে বর্তমানে বহুল আলোচিত ও ব্যবহৃত প্রযুক্তিতেও ম্যাট থ্রি সমান সাবলিল । Python, Apps Engine, GWT, google apps, PHP, Zend framework, vTigerCRM, osCommerse, javaEE, Spring বা আপনার প্রয়োজনের যেকোনো প্রযুক্তি বা প্রোডাক্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে আনুগ্রহ করে জানান

সঞ্জীব চ্যাটার্জ্জী (সঞ্জু)
সিনিয়র ম্যানেজার
ম্যট-থ্রি-ইমপেক্স প্রাইভেট লিমিটেড
সি এফ ৩১৮ সেক্টর - ১
কলকাতা - ৭০০০৬৪
দূরাভাষ : (+৯১)(০৩৩) ২৩৩৪-২৪৫৫