Thursday, April 15, 2010

শুভ নববর্ষ


এই নতুন বছরে আসুন আমরা আমাদের বাংলা কে প্রযুক্তির শীর্ষে নিয়ে যেতে প্রতিশ্রুতি বদ্ধ হই । যেখানে বিশ্বের প্রায় প্রতিটি দেশ তারা তাদের মাতৃভাষায় সব কাজ করে থাকেন যাতে সব শ্রেনীর মানুষের কাছে সমান ভাবে পৌঁছে যাওয়া যায় । সমগ্র বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা পঞ্চম হলেও প্রযুক্তি তে বাংলা কে শক্তিশালী দূরবীন দিয়েও দেখা যায় না । দেরী হলেও সময় আছে । আমাদের প্রজন্ম কে এই ব্যাপারে এখন ই পদক্ষেপ নেওয়া দরকার । তাই আসুন আমরা সবাই মিলে বাংলা ও বাংলার গৌরব কে বিশ্বের দরবারে পৌঁছে দিই।

সঞ্জীব চ্যাটার্জ্জী (সঞ্জু)
সিনিয়র ম্যানেজার
ম্যট-থ্রি-ইমপেক্স প্রাইভেট লিমিটেড
সি এফ ৩১৮ সেক্টর - ১
কলকাতা - ৭০০০৬৪
দূরাভাষ : (+৯১)(০৩৩) ২৩৩৪-২৪৫৫

Wednesday, April 7, 2010

সমস্ত বাংলা সংবাদ পত্র কে একটি খোলা চিঠি

মান্যবরেষু ,
প্রযুক্তির জগতে বাংলা ভাষার জন্য ম্যাট-থ্রি ইমপেক্স আপনাদের নিকট বন্ধু ।
ভাষা-প্রযুক্তি গবেষণা পরিষদ (পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক সাহায্যে ও আনুকুল্যে গঠিত একটি স্বনিয়ন্ত্রিত গবেষণা কেন্দ্র ) ও আই-আই-টি খড়গপুর এর সহয়তায় ম্যাট থ্রি ইমপেক্স ডেভেলপ করেছে বৈশাখী লিনাক্স (উবুন্ত ৯.০৪ এর উপর ভিত্তি করে একটি দ্বিভাষিক অপারেটিং সিস্টেম ,লিঙ্ক :-
http://www.nltr.org/SNLTR/index.php?option=com_content&task=view&id=46&Itemid=118 )।
এছাড়া , বেঙ্গল ইঞ্জিনিয়ারিং-সায়েন্স ইউনিভার্সিটি ,আই-আই-টি খড়গপুর এর সহয়তায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সমগ্র (লিঙ্ক :-
http://rabindra-rachanabali.nltr.org )ওয়েবে প্রকাশ করেছে , যা সমগ্র বাঙালীর কাছে এক আনন্দের খবর ।

আপনাদের সংবাদ-পত্রের মাধ্যমে আপনারা দেশ ও দশের বার্তা পৌঁছে দেন । বিশ্বের সর্বোত্তম শিক্ষিত সমাজ থেকে সদ্য লিখতে পড়তে পারা সব মানুষই আপনাদের পাঠক । আর তাই সকলের কাছে সমানভাবে পৌঁছে যাওয়ার জন্য আপনাদের অনলাইন প্রকাশনাকে সাধুবাদ জানাই ।আজকের দিনে সরকারি ও বেসরকারী উদ্দ্যোগে প্রায় সকল শ্রেণীর মানুষের কাছে প্রযুক্তি পৌঁছে গেছে ।তাই গ্রাম-গ্রামাঞ্চলেও এখন 'ইন্টারনেট'-এর প্রয়োগ বাড়ছে ।

পশ্চিম বঙ্গের প্রায় সমস্ত সংবাদ পত্র অনলাইনে 'বাংলা' পড়ার ক্ষেত্রে সাধারন মানুষের অসুবিধা আছে ।যে কোন অপরেটিং সিস্টেমে ,যে কোন ব্রাউজারে বাংলা যাতে পড়তে পারে ও বাংলা ফন্ট তাদের সিস্টেমে ইন্সটল থাক বা না থাক ,সবাই যাতে সহজভাবে বাংলা পড়তে পারে তার একটি সুব্যাবস্থা প্রয়োজন । এই প্রসঙ্গে বাংলা-দেশের প্রায় সমস্ত বাংলা পত্রিকা এই প্রযুক্তি গ্রহন করছেন । তাই কেউ হয়ত সমগ্র সাইটটিকে ছবিতে পরিবর্তিত করে আপলোড করেছেন । যার ফলে সবাই বাংলা দেখতে পেলেও এর অনেক গুলি সমস্যা থেকে যায় - প্রথমত, ছবি ডাউনলোড হতে অনেক সময় লাগবে ও সাইটটিকে অনেক স্লো করবে । দ্বিতীয়ত, যেকোনো লেখায় পরিবর্তন বা সংযোজন বা অপসারন করতে গোটা ছবিরই এডিটিং প্রয়োজন । তৃতীয়ত, কোনো শব্দ বা লাইন ধরে অনুসন্ধান করা সম্ভব নয় । এছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে এবং এটা প্রযুক্তি গত ভাবেও অনেক পেছনে ।

আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আমাদেরকে আপনাদের সাইটটিকে সবার কাছে সমানভাবে পাঠযোগ্য করার জন্য একটা সুযোগ দিন যাতে প্রযুক্তিগত ভাবে আমরা সাইটটির পরিবর্তন করতে পারি ।
আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।


সঞ্জীব চ্যাটার্জ্জী (সঞ্জু)
সিনিয়র ম্যানেজার
ম্যট-থ্রি-ইমপেক্স প্রাইভেট লিমিটেড
সি এফ ৩১৮ সেক্টর - ১
কলকাতা - ৭০০০৬৪
দূরাভাষ : (+৯১)(০৩৩) ২৩৩৪-২৪৫৫