Wednesday, February 10, 2010

প্রযুক্তি যখন পেশা আর বাংলা যখন নেশা

প্রযুক্তির জগতে বাংলা ভাষার জন্য ম্যাট থ্রি ইমপেক্স আপনাদের নিকট বন্ধু । কবির খাতায় , গৃহিনির রান্নাঘরে , কৈশরের স্কুলের লুকোনো ছেঁড়া পাতায় ,উত্তাল জোয়াড়ে বা বিরহের অন্ধকারে বাংলা ছাড়া কি ভাবা যায় !!

কেমন হবে যদি আপনার পেশায় , আপনার ব্যবসায় , আপনার গবেষনায় যদি আপনার সেই মাতৃভাষার পরশ থাকে ? একটা ছোট্ট পরিসংখ্যান দিই,২৩০ মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলেন ও সংখ্যার বিচারে গোটা বিশ্বে পঞ্চম বা ষষ্ঠ। আপানার ক্রেতাকে কে আকর্ষন করতে ও তাদের প্রয়োজন কে গুরুত্ব দিতে বাংলা কে নিয়ে আসুন ।

ভাষা-প্রযুক্তি গবেষণা পরিষদ (পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক সাহায্যে ও আনুকুল্যে গঠিত একটি স্বনিয়ন্ত্রিত গবেষণা কেন্দ্র ) ও আই-আই-টি খড়গপুর এর সহয়তায় ম্যাট থ্রি ইমপেক্স ডেভেলপ করেছে বৈশাখী লিনাক্স (উবুন্ত ৯.০৪ এর উপর ভিত্তি করে একটি দ্বিভাষিক অপারেটিং সিস্টেম )। এছাড়া , বেঙ্গল ইঞ্জিনিয়ারিং-সায়েন্স ইউনিভার্সিটি ,আই-আই-টি খড়গপুর এর সহয়তায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সমগ্র ওয়েবে প্রকাশ করেছে , যা সমগ্র বাঙালীর কাছে এক আনন্দের খবর ।

শুধু তাই নয় , বাংলায় CRM,ইকমার্স ও নানা ওপেনসোর্স প্রোডাক্ট এ সাপোর্ট দিয়ে থাকে । বাংলার সাথে সাথে বর্তমানে বহুল আলোচিত ও ব্যবহৃত প্রযুক্তিতেও ম্যাট থ্রি সমান সাবলিল । Python, Apps Engine, GWT, google apps, PHP, Zend framework, vTigerCRM, osCommerse, javaEE, Spring বা আপনার প্রয়োজনের যেকোনো প্রযুক্তি বা প্রোডাক্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে আনুগ্রহ করে জানান

সঞ্জীব চ্যাটার্জ্জী (সঞ্জু)
সিনিয়র ম্যানেজার
ম্যট-থ্রি-ইমপেক্স প্রাইভেট লিমিটেড
সি এফ ৩১৮ সেক্টর - ১
কলকাতা - ৭০০০৬৪
দূরাভাষ : (+৯১)(০৩৩) ২৩৩৪-২৪৫৫