Wednesday, February 10, 2010

প্রযুক্তি যখন পেশা আর বাংলা যখন নেশা

প্রযুক্তির জগতে বাংলা ভাষার জন্য ম্যাট থ্রি ইমপেক্স আপনাদের নিকট বন্ধু । কবির খাতায় , গৃহিনির রান্নাঘরে , কৈশরের স্কুলের লুকোনো ছেঁড়া পাতায় ,উত্তাল জোয়াড়ে বা বিরহের অন্ধকারে বাংলা ছাড়া কি ভাবা যায় !!

কেমন হবে যদি আপনার পেশায় , আপনার ব্যবসায় , আপনার গবেষনায় যদি আপনার সেই মাতৃভাষার পরশ থাকে ? একটা ছোট্ট পরিসংখ্যান দিই,২৩০ মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলেন ও সংখ্যার বিচারে গোটা বিশ্বে পঞ্চম বা ষষ্ঠ। আপানার ক্রেতাকে কে আকর্ষন করতে ও তাদের প্রয়োজন কে গুরুত্ব দিতে বাংলা কে নিয়ে আসুন ।

ভাষা-প্রযুক্তি গবেষণা পরিষদ (পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক সাহায্যে ও আনুকুল্যে গঠিত একটি স্বনিয়ন্ত্রিত গবেষণা কেন্দ্র ) ও আই-আই-টি খড়গপুর এর সহয়তায় ম্যাট থ্রি ইমপেক্স ডেভেলপ করেছে বৈশাখী লিনাক্স (উবুন্ত ৯.০৪ এর উপর ভিত্তি করে একটি দ্বিভাষিক অপারেটিং সিস্টেম )। এছাড়া , বেঙ্গল ইঞ্জিনিয়ারিং-সায়েন্স ইউনিভার্সিটি ,আই-আই-টি খড়গপুর এর সহয়তায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সমগ্র ওয়েবে প্রকাশ করেছে , যা সমগ্র বাঙালীর কাছে এক আনন্দের খবর ।

শুধু তাই নয় , বাংলায় CRM,ইকমার্স ও নানা ওপেনসোর্স প্রোডাক্ট এ সাপোর্ট দিয়ে থাকে । বাংলার সাথে সাথে বর্তমানে বহুল আলোচিত ও ব্যবহৃত প্রযুক্তিতেও ম্যাট থ্রি সমান সাবলিল । Python, Apps Engine, GWT, google apps, PHP, Zend framework, vTigerCRM, osCommerse, javaEE, Spring বা আপনার প্রয়োজনের যেকোনো প্রযুক্তি বা প্রোডাক্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে আনুগ্রহ করে জানান

সঞ্জীব চ্যাটার্জ্জী (সঞ্জু)
সিনিয়র ম্যানেজার
ম্যট-থ্রি-ইমপেক্স প্রাইভেট লিমিটেড
সি এফ ৩১৮ সেক্টর - ১
কলকাতা - ৭০০০৬৪
দূরাভাষ : (+৯১)(০৩৩) ২৩৩৪-২৪৫৫

2 comments:

  1. প্রিয় সঞ্জীব চ্যাটার্জ্জী মহাশয়,
    সব থেকে বেশী আনন্ধ পাচ্ছি এই ভেবে যে পশ্চিমবঙ্গ বাঙ্গালীভাষী লোকে অন্তত আস্তে আস্তে রোমান হরফে বাংলা লেখা ছেড়ে দিয়ে ইউনিকোডে

    বাংলা লিখবে। পশ্চিমবঙ্গ বাঙ্গালীভাষী কয়জন ইউনিকোড সম্পর্কে জানে আমার সন্দেহ আছে। আমাদের এখানে সকল সংবাদপত্র( আনন্দবাজার,

    আজকাল,প্রতিদিন,বর্তমান) ইউনিকোডে তৈরি নয়, এমন কি আমাদের পশ্চিমবঙ্গের সরকারি অয়েবসাইট ইউনিকোড নয়।তারা এখনো পড়ে আছে

    পুরানো বিটস্ট্রিম সিস্টেমে উইনিকোডের যে কি সুবিধা উনাদেরকে কে বোঝাবে? আপনারা পারেন সেই কাজটি করতে, আপনাদের কথা

    সংবাদপত্রের আইটির লোকের শুনতে পারে, আমার মতো মুর্খ লোকের কথা তারা শোনেন না। আমরা যে এই ব্যপারে বাংলাদেশের থেকে অনেক

    পিছিয়ে আছি এটা স্বীকার করতেই হবে।

    আপনাকে সাধুবাদ জানাই এই ধরনের কাজকে ইউনিকোডে করার জন্য।ভাষা-প্রযুক্তি ও গবেষণা পরিষদের এই অনলাইন রবীন্দ্র-রচনাবলী একটি

    বৃহত্তর প্রকল্পের প্রাথমিক অংশমাত্র। পরিষদ ক্রমে ক্রমে বাংলা সাহিত্যর সমস্ত ধ্রুপদি রচনাকে অনলাইনে আগ্রহী পাঠকসাধারণের কাছে পৌঁছে

    দেবার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে কবিতা, গল্প-উপন্যাস, নাটক, প্রবন্ধ সবই অন্তর্ভুক্ত হবে, পাঠকের আকাঙ্ক্ষা অনুসারে, অন্যান্য উপাদানও

    (লেখকের ব্যক্তিগত জীবনতথ্য, রচনাসংক্রান্ত প্রাসঙ্গিক নানা সূত্র, চিঠিপত্র, সমকালীন ও পরবর্তী সমালোচনা ইত্যাদি) দেওয়ার চেষ্টা করা হবে।

    বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মীর মশার্‌রফ হোসেন থেকে শুরু করে সমস্ত মহৎ বাঙালি কবি, লেখক ও রচনাকে এই অনলাইন পরিসরে এনে দেওয়াই

    পরিষদের লক্ষ্য।“ এটা যেন সফল হয়।

    এই ধরনের কাজে প্রাথমিক ডাটাএন্ট্রির কাজ সম্পন্ন করা এক বিশাল কাজ জানি।আমাদের যদি বাংলায় ভালো একটা ওসিআর থাকতো। এই কাজ

    আমরা আরও ভালো ভাবে করতে পারতাম। শুনেছিলাম ওসিআর নিয়ে আই-আই-টি খড়গপুর থেকে অধ্যাপক বি বি চৌধুরির মাধ্যমে কিছু কাজ

    হয়েছি। জানি না তার কি খবর। আর আমরা তো অভ্র দিয়ে বাংলা ভালো ভাবেই লিখতে পারছি। আসুন আমরা অভ্রকে সকল বাংলীর কাছে ছড়িয়ে

    দিই। আমরা যতো বাংলা নিয়ে কাজ করব পশ্চিমবঙ্গ বাঙ্গালীভাষী কম্পিঊটারে যে বাংলা লেখা যায় সেটা জানতে পারবেন।

    আমি নিজে উইকিপিডিয়া নামক স্বেচ্ছামূলক প্রকল্পের বাংলা উইকিপিডিয়ার কাজে ব্যস্ত আছি। অবাক কান্ড আমি ও অর্নব দত্ত ছাড়া আর প্রায়

    কেঊ নেই এই প্রকল্পে।


    জয়ন্ত নাথ
    প্রশাসক
    বাংলা উইকিপিডিয়া

    mail-jayantanth@gmail.com

    ReplyDelete
  2. Dear Sanjeev,
    First of all ... CONGRATULATIONS!! WELL DONE....
    Yeah we should enrich the web with bengali contents. If we have a look on other countries...all are developing web application as well as other sustem in own locale.
    If we compare, bengali contents is still not so much ..so we should come forward to make it .

    Keep it up ...
    Suhas
    Tokyo
    Japan.
    2010-04-11 21.45

    ReplyDelete